March 23, 2019

অধ্যক্ষের বাণী

কাজী নজরুল ইসলম বলেছেন- “বিশ্ব জগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে।” আমাদের ইচ্ছে- ঘরে বসে তামাম বিশ্বের স্বাদ পাই। তার সাথে আরও একটা সুপ্ত ইচ্ছে মনের গহীনে অন্ত-সলিলার মত প্রবাহমান আমাদেরকেও বিশ্ববাসী জানুক। এই ইচ্ছেগুলো আমাদের পূরণ হতে চলেছে। জয়লাজুয়ান ডিগ্রী কলেজটি অবস্থিত অত্যন্ত নিভৃত এক পল্লীতে। সেই নিভৃত পল্লীর বাণীর দুলালটি আর শুধু নিভৃত পল্লীর মাঝেই সীমাবদ্ধ থাকছে না, অবারিত হতে চলেছে সবার সামনে। আমাদের কলেজের নামে একটি নিজস্ব ওয়েবসাইট খোলা হচ্ছে। ওয়েব সাইটটির নাম: www.jdcollege.edu.bd . এখন থেকে কলেজের যাবতীয় তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে। কলেজের ইতিহাস, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী, ছাত্র/ছত্রী বিবরণ প্রভৃতি স্থায়ী তথ্যসহ চলমান তথ্যও নিয়মিত হালনাগাত করে সন্নিবেশিত হবে। একাডেমিক ক্যালেন্ডার, ক্লাস রুটিন, বিভিন্ন পরীক্ষার রুটিন, বিভিন্ন পরীক্ষার ফলাফল, শিক্ষক-কর্মচারীর শূণ্য আসন, ভর্তির তথ্য, বিভিন্ন ফর্ম, বিভিন্ন নোটিশ প্রতিনিয়ত হবে আপডেট। গ্রন্থাগারে রক্ষিত বইয়ের তালিকা পাওয়া যাবে বিভাগওয়ারী, যাতে প্রয়োজনীয় বইটি সংগ্রহ করতে হবে না কোন বিড়ম্বনা। ঘরে বসেই শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী কলেজের যাবতীয় তথ্য পেয়ে যাবেন। শিক্ষা মন্ত্রনালয়ের নখ-দর্পনে থাকবে আমাদের কলেজের যাবতীয় তথ্য। থাকেবে না কোন আড়াল, দিবালোকের মত স্পষ্ট হবে আমাদের সকল তথ্য। এতে করে কলেজের কাজে আসবে গতি এবং স্বচ্ছতা। আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে যে কোন সিদ্ধান্ত নিতে সরকারের সহজ হবে। জবাবদিহিতার জন্য থাকবে অভিযোগ কর্ণার। থাকবে সাহিত্য ও সংস্কৃতি কর্ণারও। আমাদের সৃজনশীল কর্মকান্ড অবারিত হবে তামাম বিশ্ববাসীর জন্য। তাই মনটা যেন আমার ময়ূয়ের মত নেচে উঠে গাইছে-
রুদ্ধ দুয়ার খলেছে আজিকে, দিকে দিকে পড়েছে সারা,
আমি তো আর আমিতে নাই, হয়েছি পাগল-পারা।
দুরের আকাশ কাছে আসিবে, কাছের আকাশ দূরে,
বিন্দুর মাঝে সিন্ধু দেখিব-আমার অন্তপুরে।
আমার হিয়ার স্বাদ নিবে তুমি, তোমার হিয়ার আমি,
দলে দলে সব উর্বশীর দল ধরায় আসিবে নামি।
যত ভেদাভেদ, কালোর দেয়াল মুছে যাবে সব আজ,
বিশ্বপল্লীর নাগরিক হব, রচিব নতুন সমাজ।